ফেসবুকে Poke এর অর্থ এবং আসল কাজ


পোক ফেসবুকের টিপস ফেসবুক-টিপস ফেসবুক পিকচার ফেসবুক অনেক কিছুই ফেসবুকের জানা-অজানা ফেসবুকের ইতিহাস

যারা পোক শব্দটি প্রথম দেখেছেন ফেসবুকে তারা হয়তো কৌতহল মেটাতে অবিধানে (Dictionary ) খোঁজ করে পেয়েছেন যে পোক মানে খুঁচানো।
 ইংরেজিতে পোক মানে খুঁচানো ঠিক আছে কিন্তু ফেসবুকে পোক শুধু কাউকে খুঁচানোর জন্য ব্যাবহার হয় না।
অনেকেই মনে করেন পোক করা মানে হল কাউকে বিরক্ত করা।
আমরা কাউকে সামনে পেলে "Hey! কি খবর?" এরকম বলি। পোক করলেও ঠিক এই কাজটিই করা হয়। ফেসবুকে পোক মানে হল কারো দৃষ্টি আকর্ষণ করা। এখন সেই দৃষ্টি আকর্ষণকে অনেকেই বিরক্তি মনে করে।
কেউ কেউ তো রেগে মেগে অস্থির, মনে হয় যেন কেউ তাকে বিদ্যুতের শক দিসে যাই হউক, এটা হচ্ছে পোক এর জেনারেল কাজ। আরেকটা সুবিধা আছে,

কোন অপরিচিত লোক যে আপনার ফ্রেন্ড লিস্টে নাই, সে যদি আপনাকে পোক করে আর তার জবাবে আপনিও যদি তাকে পোক করেন তাহলে সেই ব্যাক্তি ৩ দিন পর্যন্ত আপনার প্রোফাইলের সব ছবি এবং স্ট্যাটাস দেখতে পারবে। এখানে কাহিনিটা হল, আপনার ছবি বা স্ট্যাটাসের প্রাইভেসি যদি "Public" দেওয়া থাকে তাহলে আর পোক লাগবে না, এমনিতেই সবাই সবকিছু দেখতে পারবে। কিন্তু আপনার যে ছবি বা স্ট্যাটাসের প্রাইভেসি "Friends of Friend"/Friends দেওয়া আছে পোক (আপনি Poke Back করলে) করার পর ঐ ব্যাক্তি সেগুলোও দেখতে পারবে।


ফেসবুক টিপস ফেসবুক হ্যাক একাউন্ট হ্যাকিং ফেসবুক ফেসবুক লগিং ফেসবুক কমেন্ট ফেসবুক পেইজ ফেসবুক অটো লাইক
যারা পোক শব্দটি প্রথম দেখেছেন ফেসবুকে তারা হয়তো কৌতহল মেটাতে অবিধানে (Dictionary :P ) খোঁজ করে পেয়েছেন যে পোক মানে খুঁচানো। ইংরেজিতে পোক মানে খুঁচানো ঠিক আছে কিন্তু ফেসবুকে পোক শুধু কাউকে খুঁচানোর জন্য ব্যাবহার হয় না। অনেকেই মনে করেন পোক করা মানে হল কাউকে বিরক্ত করা। আমরা কাউকে সামনে পেলে "Hey! কি খবর?" এরকম বলি। পোক করলেও ঠিক এই কাজটিই করা হয়। ফেসবুকে পোক মানে হল কারো দৃষ্টি আকর্ষণ করা। এখন সেই দৃষ্টি আকর্ষণকে অনেকেই বিরক্তি মনে করে। কেউ কেউ তো রেগে মেগে অস্থির, মনে হয় যেন কেউ তাকে বিদ্যুতের শক দিসে :P যাই হউক, এটা হচ্ছে পোক এর জেনারেল কাজ। আরেকটা সুবিধা আছে, কোন অপরিচিত লোক যে আপনার ফ্রেন্ড লিস্টে নাই, সে যদি আপনাকে পোক করে আর তার জবাবে আপনিও যদি তাকে পোক করেন তাহলে সেই ব্যাক্তি ৩ দিন পর্যন্ত আপনার প্রোফাইলের সব ছবি এবং স্ট্যাটাস দেখতে পারবে। এখানে কাহিনিটা হল, আপনার ছবি বা স্ট্যাটাসের প্রাইভেসি যদি "Public" দেওয়া থাকে তাহলে আর পোক লাগবে না, এমনিতেই সবাই সবকিছু দেখতে পারবে। কিন্তু আপনার যে ছবি বা স্ট্যাটাসের প্রাইভেসি "Friends of Friend"/Friends দেওয়া আছে পোক (আপনি Poke Back করলে) করার পর ঐ ব্যাক্তি সেগুলোও দেখতে পারবে। আমার মনে হয় এই শেষের কাজটা অনেকেই জানতেন না। আমিও জেনেছি কিছুদিন হল, এতদিন পোক করতাম বন্ধুদের রাগানোর জন্য। এখন আসুন আবার পোকের কাজগুলো এক নজরে দেখে নেই। কারো দৃষ্টি আকর্ষণ করা দুই বা তার বেশি বার পোক করে কাউকে বিরক্ত করা। ((এটা কইরেন না, রেগে গিয়ে মাইর দিলে আমার দোষ নাই) :P ফ্রেন্ড না হওয়া সত্তেও কাউকে আপানার প্রোফাইল রিভিউ করার অনুমতি দেওয়া। যে তথ্যগুলো দিলাম সেগুলো যারা আগে থেকে জানতেন তাদের জন্য ভালো তবে যারা না জানতেন আমি মনে করি তাদের কাজে লাগবে। পোস্টটি ভালো লাগলে আমার আগের পোস্ট গুলো পড়ুন, আর খারাপ লাগলে কি করতে হবে সেটাও আমার আগের পোস্টগুলোর শেষে লিখা আছে, পড়ে আসুন। :lol: ভালো থাকবেনযারা পোক শব্দটি প্রথম দেখেছেন ফেসবুকে তারা হয়তো কৌতহল মেটাতে অবিধানে (Dictionary :P ) খোঁজ করে পেয়েছেন যে পোক মানে খুঁচানো। ইংরেজিতে পোক মানে খুঁচানো ঠিক আছে কিন্তু ফেসবুকে পোক শুধু কাউকে খুঁচানোর জন্য ব্যাবহার হয় না। অনেকেই মনে করেন পোক করা মানে হল কাউকে বিরক্ত করা। আমরা কাউকে সামনে পেলে "Hey! কি খবর?" এরকম বলি। পোক করলেও ঠিক এই কাজটিই করা হয়। ফেসবুকে পোক মানে হল কারো দৃষ্টি আকর্ষণ করা। এখন সেই দৃষ্টি আকর্ষণকে অনেকেই বিরক্তি মনে করে। কেউ কেউ তো রেগে মেগে অস্থির, মনে হয় যেন কেউ তাকে বিদ্যুতের শক দিসে :P যাই হউক, এটা হচ্ছে পোক এর জেনারেল কাজ। আরেকটা সুবিধা আছে, কোন অপরিচিত লোক যে আপনার ফ্রেন্ড লিস্টে নাই, সে যদি আপনাকে পোক করে আর তার জবাবে আপনিও যদি তাকে পোক করেন তাহলে সেই ব্যাক্তি ৩ দিন পর্যন্ত আপনার প্রোফাইলের সব ছবি এবং স্ট্যাটাস দেখতে পারবে। এখানে কাহিনিটা হল, আপনার ছবি বা স্ট্যাটাসের প্রাইভেসি যদি "Public" দেওয়া থাকে তাহলে আর পোক লাগবে না, এমনিতেই সবাই সবকিছু দেখতে পারবে। কিন্তু আপনার যে ছবি বা স্ট্যাটাসের প্রাইভেসি "Friends of Friend"/Friends দেওয়া আছে পোক (আপনি Poke Back করলে) করার পর ঐ ব্যাক্তি সেগুলোও দেখতে পারবে। আমার মনে হয় এই শেষের কাজটা অনেকেই জানতেন না। আমিও জেনেছি কিছুদিন হল, এতদিন পোক করতাম বন্ধুদের রাগানোর জন্য। এখন আসুন আবার পোকের কাজগুলো এক নজরে দেখে নেই। কারো দৃষ্টি আকর্ষণ করা দুই বা তার বেশি বার পোক করে কাউকে বিরক্ত করা। ((এটা কইরেন না, রেগে গিয়ে মাইর দিলে আমার দোষ নাই) :P ফ্রেন্ড না হওয়া সত্তেও কাউকে আপানার প্রোফাইল রিভিউ করার অনুমতি দেওয়া। যে তথ্যগুলো দিলাম সেগুলো যারা আগে থেকে জানতেন তাদের জন্য ভালো তবে যারা না জানতেন আমি মনে করি তাদের কাজে লাগবে। পোস্টটি ভালো লাগলে আমার আগের পোস্ট গুলো পড়ুন, আর খারাপ লাগলে কি করতে হবে সেটাও আমার আগের পোস্টগুলোর শেষে লিখা আছে, পড়ে আসুন। :lol: ভালো থাকবেন

আমার মনে হয় এই শেষের কাজটা অনেকেই জানতেন না। আমিও জেনেছি কিছুদিন হল, এতদিন পোক করতাম বন্ধুদের রাগানোর জন্য। এখন আসুন আবার পোকের কাজগুলো এক নজরে দেখে নেই।
কারো দৃষ্টি আকর্ষণ করা
দুই বা তার বেশি বার পোক করে কাউকে বিরক্ত করা। ((এটা কইরেন না, রেগে গিয়ে মাইর দিলে আমার দোষ নাই) 
ফ্রেন্ড না হওয়া সত্তেও কাউকে আপানার প্রোফাইল রিভিউ করার অনুমতি দেওয়া।
যে তথ্যগুলো দিলাম সেগুলো যারা আগে থেকে জানতেন তাদের জন্য ভালো তবে যারা না জানতেন আমি মনে করি তাদের কাজে লাগবে।
পোস্টটি ভালো লাগলে আমার আগের পোস্ট গুলো পড়ুন, আর খারাপ লাগলে কি করতে হবে সেটাও আমার আগের পোস্টগুলোর শেষে লিখা আছে, পড়ে আসুন।
ভালো থাকবেন

Post a Comment

Don't Spam Comment

Previous Post Next Post